Logo

Gazipur-1702, Dhaka, Bangladesh
Latest Notice
২৪ মার্চ, ২০২২
আগামী ২৬/০৩/২০২২ ইং রোজ শনিবার "স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস" উপলক্ষ্যে বিদ্যালয় বন্ধ থাকিবে। ২৭/০৩/২০২২ইং রোজ রবিবার হতে বিদ্যালয়ের সকল কার্যক্রম যথারীতি চালু থাকবে।

২২ মার্চ, ২০২২
আগামী ৩০/০৩/২০২২ ও ৩১/০৩/২০২২ ইং রোজ বুধবার ও বৃহঃবার স্কুল শাখার "মাসিক মূল্যায়ন পরীক্ষা" অনুষ্ঠিত হবে। তাই আগামী ২৯/০৩/২০২২ ইং রোজ মঙ্গলবারের মধ্যে পরীক্ষার ফি জমা দিয়ে প্রবেশপত্র গ্রহণ করে সবাইকে বাধ্যতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করার নির্দেশ করা হলো।

ফি বাবদঃ
প্লে-নার্সারী = ৫০টাকা
১ম-২য় = ৭০টাকা
৩য়-৫ম = ১০০টাকা
৬ষ্ঠ-৯ম = ১৫০টাকা

২২ মার্চ, ২০২২
আগামী ০২/০৪/২০২২ ইং রোজ শনিবার "নবীন বরণ ও সাংসাস্কৃতিক অনুষ্ঠান" এর আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে বাধ্যতামূলক ভাবে সবাইকে অংশ গ্রহণ করার জন্য নির্দেশ করা হলো। উক্ত অনুষ্ঠানের জন্য ১৫০টাকা ফি নির্ধারণ করা হয়েছে, যা ২৯/০৩/২০২২ ইং রোজ মঙ্গলবারের মধ্যে প্রত্যেক শ্রেণি শিক্ষকের নিকট জমা দিতে হবে।

Farukul Hasan
ফারুকুল হাসান
(M.A in English)


অধ্যক্ষ
ইরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ

অধ্যক্ষের বাণী

গাজীপুর জেলার অনন্য শিক্ষা প্রতিষ্ঠান ইরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। ২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়টি আলোকিত মানুষ গড়ার প্রয়াস চালিয়ে যাচ্ছে। যার গৌরব সারা দেশে ছড়িয়ে পড়েছে সেবাদানের মানসিকতায়। ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের শাখা সমূহ সাধারণ স্কুল, ভোকেশনাল, বিএম কলেজ প্রতিষ্ঠানটিতে বর্তমানে প্রায় তিন শত ছাত্র-ছাত্রী অধ্যয়নরত, ১৫ জন শিক্ষক ও ৩ জন কর্মচারী কর্মরত। সুদক্ষ গভর্নিং বডির নেতৃত্বে শিখন শেখানো পরিবেশের উন্নয়ন,শিক্ষকের পেশাদায়িত্ব, সি সি ক্যামেরা মনিটরিং, মাল্টিমিডিয়াক্লাসসহ শিক্ষা কার্যক্রমের প্রসার সহ বেশ কিছু নির্দেশককে বিদ্যা়লয়ের মানোন্নয়ন়ের সাথে সম্পৃক্ত করা হয়েছে, শিক্ষার মানোন্নয়ন়ের জন্য নিয়মিত ক্লাস মনিটরিং, রুটিন অনুযায়ী ক্লাস নেওয়া, শিক্ষার্থী্দের বিশেষ ক্লাস নেওয়া, বিভিন্ন মুল্যায়ন পরিক্ষা নেওয়া সহ শিক্ষা কার্যক্রম জোরদার করা ও শিক্ষক-কর্মচারীদের নিয়ে মাসিক মুল্যায়ন সভা করাসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। যার ফলে প্রতিষ্ঠানটি ২০১৮ সালেই এস এস সি পরিক্ষায় শতভাগ ফলাফল অর্জনে সক্ষম হয়।

বর্তমান বিশ্ব জ্ঞান-বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির যুগ। ডিজিটাল কার্যক্রমের অংশ হিসাবে শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের তথ্য নিজস্ব সফটওয়ারে সংরক্ষন এবং শিক্ষার্থীদের বিভিন্ন পরীক্ষার ফলাফল নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা চলমান। পরিবর্তনশীলতার এই বিশ্বের সাথে খাপ খাওয়াতে এবং বাংলাদেশকে উন্নয়ন সমৃদ্দির পথে এগিয়ে নিতে সুশিক্ষিত জনসমাজ গড়ে তোলার লক্ষ নিয়ে বিদ্যালয় ও কলেজটি কাজ করে চলছে।

পরিশেষে ঐতিহ্যমন্ডিত এ পবিত্র বিদ্যাপীঠের উত্তরোত্তর উন্নয়ন ও সাফল্য অর্জনে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।

আমাদের ট্রেড সমূহ

-Dress Making- -General Electronics- -Computer Science- -Civil Construction-
Dress Making
Dress Making
General Electronics
General Electronics
Computer Science
Computer
Civil Construction
Civil Construction

Login to Access

If You are a registered user of this site, you can easily login.
Student

Student Portal
Guardian

Guardian Portal
Teacher

Teacher Portal
new user? sign up
Emergency Calls
Emergency Calls